সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ ভিডিওচিত্র ২

ওয়াশিংটন থেকে, মার্কিন যুক্তরাষ্ট্রে আবারও সরকারি কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ার ঝুঁকি দেখা দিয়েছে। সোমবার হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কংগ্রেসের শীর্ষ নেতাদের বৈঠকেও কোনো অগ্রগতি  দেখা যায়নি।

সভা শেষে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেন, ডেমোক্রেসিরা সঠিক কাজ করতে চায় না, তাই মনে হচ্ছে সরকার তাদের উপর রুক্ষ হচ্ছে।

সরকারি অর্থায়নের মেয়াদ শেষ হবে মঙ্গলবার রাত ১২টা মিনিটে। যদি এর মধ্যে নতুন চুক্তি না হয়, তাহলে বুধবার থেকেই সরকারি দপ্তরগুলো তাদের কার্যক্রম বন্ধ করবে। এতে লাখ লাখ ফেডারেল কর্মচারী বেতন ছাড়া কাজে যেতে বাধ্য হবেন বা ছুটিতে যেতে হবে। এমনকি সামরিক বাহিনীর সদস্যরাও বেতন পাবেন না।

ডেমোক্র্যাটরা বলছেন, তারা এমন কোনো বিল সমর্থন করবেন না যা সাধারণ মানুষের স্বাস্থ্যসেবায় কাটছাঁট হয়। সিনেট সংখ্যালঘু নেতা চাক শুমার বলেন, প্রেসিডেন্ট প্রথমবারের মত আমদের আপত্তি শুনেছেন তবে এখনো বড় অমিল রয়ে গেছে।

অন্যদিকে রিপাবলিকান নেতারা অভিযোগ করছেন, ডেমোক্র্যাটরা সরকারকে জিম্মি করে নিজেদের দাবি আদায়ের চেষ্টা করছে। তারা বলছেন, কেবল দীর্ঘমেয়াদি সমঝোতা সম্ভব, অস্থায়ী বাজেট নয়।

যদি সমঝোতা না হয়, তবে এটি হবে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে প্রথম বড় সরকারি শাটডাউন। এটি দীর্ঘ হলে শুধু সরকারি কর্মী সেনাদের জন্যই নয়, যুক্তরাষ্ট্রের অর্থনীতির জন্যও মারাত্মক ক্ষতিকর হতে পারে।

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর