জাতিসংঘের আহ্বান: গাজা দখলের পরিকল্পনা বন্ধ করতে হবে ইসরায়েল
গাজা উপত্যকার নিয়ন্ত্রণ এবং দখলের জন্য ইসরায়েলি সরকারের পরিকল্পনা শীঘ্রই বন্ধ করতে হবে বলে জানান জাতিসংঘের মানবাধিকার প্রধান ভলকার টার্ক।
শুক্রবার (৮ আগষ্ট) এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
ভলকার টার্ক আরও বলেন, ‘এটি আন্তর্জাতিক বিচার আদালতের রায়বিরোধী কর্মকাণ্ড। যত দ্রুত সম্ভব ইসরায়েলকে গাজা দখলদারিত্বের সমাপ্তি ঘটাতে হবে। ইসরাইল ও ফিলিস্তিন দুটি স্বাধীন দেশ হিসেবে সমাধান বাস্তবায়ন করতে হবে এবং ফিলিস্তিনিদের নিজস্ব অধিকার প্রতিষ্ঠা করতে হবে।’
অন্যদিকে, নেতানিয়াহুর গাজা সিটি দখলে নেওয়ার প্রস্তাব মঞ্জুর করেছে ইসরাইলি নিরাপত্তা মন্ত্রিসভা।
ইসরায়েলি এক সিনিয়র কর্মকর্তার সূত্রে জানা গেছে, আগামী ৭ অক্টোবরের মধ্যে সব ফিলিস্তিনিকে দেশ ছাড়া করে অন্য শহরে পাঠানোর পরিকল্পনা করেছে ইসরাইল। এরপর শহরে থাকা হামাস যোদ্ধাদের ঘেরাও করে সরাসরি স্থল অভিযান শুরু করা হবে।