ওমরাহ ভিসা নিয়ে কী সিদ্ধান্ত নিল সৌদি
ওমরাহ ভিসা নিয়ে এক নতুন সিদ্ধান্ত গ্রহণ করেছে সৌদি আরব। এখন হতে এ ভিসার কার্যকারিতা তিন মাস হতে কমিয়ে এক মাসে করা হয়েছে।
নতুন নিয়ম অনুসারে, ভিসা ইস্যুর তারিখ হতে এক মাসের মাঝেই সৌদি আরবে প্রবেশ করতে হবে। ১ নভেম্বর হতে নতুন এই নিয়মটি কার্যকর হবে বলে জানিয়েছেন দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয়।
সৌদিতে প্রবেশের পরে অবস্থানকাল পূর্বের মতোই তিন মাস অব্যাহত থাকছে। অর্থাৎ, ভিসা ইস্যুর তারিখ হতে এক মাসের মাঝে প্রবেশ করতে হবে তবে দেশে প্রবেশের পরে সর্বোচ্চ তিন মাস অব্দি অবস্থান করা যাবে।
নতুন নিয়ম অনুসারে, ভিসা ইস্যুর ৩০ দিনের মাঝে সৌদি আরবে প্রবেশ করতে না পারলে সেটি স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে।
মন্ত্রণালয়ের উপদেষ্টা আহমেদ বাজায়েফার বলেন, গ্রীষ্মকাল শেষে শীতল আবহাওয়া শুরু হওয়াতে পবিত্র মক্কা-মদিনাতে বিপুলসংখ্যক ওমরাহযাত্রী আগমনের প্রস্তুতি হিসেবেই এই পদক্ষেপটি নেয়া হয়েছে।
স্বাধীনতার বার্তা / মেবি
