ঘোষণা করা হলো উলমা-ই-হিন্দের সভাপতির নাম
আজ জমিয়ত উলমা-ই-হিন্দের কার্যনির্বাহী কমিটির একটি মূল্যবান বৈঠক নয়াদিল্লিতে আইটিও-তে অবস্থিত মাদনি হলে জমিয়ত উলমা-ই-হিন্দের সভাপতি মাওলানা মাহমুদ আসাদ মাদানির নেতৃত্বে অনুষ্ঠিত হয়েছে। এই বৈঠকে ওয়াকফ সংশোধন আইন ২০২৫, মুসলিমদের অবৈধ অনুপ্রবেশ, প্যালেস্টাইন শান্তি চুক্তির অভিযোগ ও দেশের বর্তমান পরিস্থিতিতে মুসলিমদের কঠোর করার মতো সমসাময়িক প্রজ্জ্বলিত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। এরই সাথে জমিয়ত উলমা-ই-হিন্দের নতুন মেয়াদে কেন্দ্রীয় সভাপতির পদও ঘোষণা করা হয়েছে।
জমিয়ত উলমা-ই-হিন্দের নির্বাহী কমিটির সদস্য ও দেশ জুড়ে বিশেষ আমন্ত্রিত প্রতিনিধিগণও উপস্থিত ছিলেন এই বৈঠকে।
বৈঠকে জমিয়ত উলমা-ই-হিন্দের সংবিধানের ৫২ অনুচ্ছেদে নতুন মেয়াদের সভাপতি পদে মাওলানা মাহমুদ আসাদ মাদানীর নাম ঘোষণা করা হয়েছে। আগামী মেয়াদের উদ্দেশ্যে সব রাজ্যের নির্বাহী কমিটি তাদের প্রেসিডেন্সি সুপারিশ করেন।
জমিয়ত উলমা-ই-হিন্দের ২০২৪-২৭ মেয়াদের জন্য মাওলানা মাহমুদ আসাদ মাদানী সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন।
রাষ্ট্রপতি নির্বাচনের পরে এই সভাতে মাওলানা মাদানীও সংবিধান অনুসারে দায়িত্বভার গ্রহণ করেন, এভাবেই আনুষ্ঠানিকভাবে নতুন মেয়াদ শুরু হয়।
এর পূর্বে জমিয়ত উলমা-ই-হিন্দের সকল রাজ্য ইউনিটের নির্বাচন বোর্ডের তত্ত্বাবধানে অনুষ্ঠিত নির্বাচনের বিবরণী উপস্থাপন করা হয়েছে, যেটি অনুমোদন করা হয়। নির্বাহী কমিটি নির্ধারিত সময়ের মাঝে দিল্লি, তেলেঙ্গানা ও আসামে আঞ্চলিক নির্বাচন সম্পন্ন করতে না পারার কথা বিবেচনা করেছেন ও সিদ্ধান্ত নিয়েছেন যে বোর্ডগুলোকে তাদের বিবেচনার ভিত্তিতে তিন মাসের মাঝে নির্বাচন পরিচালনা করার নির্দেশ দেওয়া হয়।
স্বাধীনতার বার্তা / মেবি
