সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ

ইউক্রেনে মোট ৪৫০টি ড্রোন ও ৪৫টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে রাশিয়া। গতকাল (৮ নভেম্বর) রাতভর চালানো এ হামলাতে কমপক্ষে সাতজন নিহত হয়েছে।

ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহা বলেছেন, রুশ বাহিনী খমেলনিৎস্কি ও রিভনে দুইটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র বিদ্যুৎ সরবরাহ করা সাবস্টেশনগুলোতে হামলা করে। ইচ্ছাকৃতভাবে ইউরোপে পারমাণবিক নিরাপত্তা বিপন্ন করাতে মস্কোর প্রতি নিন্দা জানায় তিনি।

প্রধানমন্ত্রী ইউলিয়া সভিরিডেনকো বলেন, কিয়েভ, পোলতাভা ও খারকিভ অঞ্চলে জ্বালানি অবকাঠামোতে হামলা চালানো হয়। এতে করে হাজার হাজার মানুষের বিদ্যুৎ ও পানি সরবরাহে ব্যাহত হয়।

ইউক্রেনীয় জ্বালানি কোম্পানি নাফটোগাজ জানায়, অক্টোবরের শুরু হতে তাদের গ্যাস অবকাঠামোতে নবম বারের মতো হামলা করা হয়েছে।

রাশিয়াতে ইউক্রেনের হামলার জবাব হিসেবে দেশটির অস্ত্র উৎপাদন অবকাঠামো ও গ্যাস ও জ্বালানি উৎপাদনকেন্দ্রে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে নিখুঁতভাবে আঘাত করা হয় বলে নিশ্চিত করে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়।

মন্ত্রণালয় আরও জানায়, রুশ বাহিনী পোকরোভস্ক ও কুপিয়ানস্ক শহরের আশপাশের আরও অঞ্চল ও পূর্ব ইউক্রেনের ভোলচি গ্রাম দখল করে।

রুশ বার্তা সংস্থা তাস জানায়, রুশ বাহিনী গতকাল রাতে ইউক্রেনের ক্রিমিয়া উপদ্বীপ, কৃষ্ণ সাগর ও রাশিয়ার রোস্তভ অঞ্চলে মোট ১৫টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করে।

স্বাধীনতার বার্তা / মেবি 

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর