ইউক্রেনে রাশিয়ার হামলাতে ছয়জন নিহত
ইউক্রেনে রাশিয়ার হামলাতে ছয়জন নিহত হয়েছে। এর মাঝে রাজধানী কিয়েভে হামলাতে নিহত হয়েছে দুইজন। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি জানায়, কমপক্ষে ৩৬টি ক্ষেপণাস্ত্র ও ৬০০টি ড্রোন ছুঁড়েছে রাশিয়া।
কিয়েভের আঞ্চলিক কর্মকর্তা ও পুলিশ জানায়, রাজধানীর কিয়েভে দু’জন, এর আশপাশের অঞ্চলে একজন, দক্ষিণ-পূর্ব ডিনিপ্রোপেট্রোভস্ক অঞ্চলে দু'জন ও দক্ষিণে খেরসন অঞ্চলে হামলাতে একজন নিহত হয়েছে।
কিয়েভের মেয়র ভিটালি ক্লিটসকো বলেন, শহরে মোট ২৯ জন আহত হয়েছে। এছাড়াও কিয়েভের পশ্চিম অংশ সম্পূর্ণ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
হামলার পরে ইউক্রেনে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত ক্যাটারিনা মাথারনোভা শান্তি চুক্তিতে রাশিয়ার ঘোষিত আগ্রহ নিয়ে যথেষ্ট সন্দেহ প্রকাশ করেন।
সামাজিকমাধ্যম এক্সে দেওয়া একটি পোস্টে তিনি লিখেছেন, ‘যখন বিশ্ব একটি সম্ভাব্য শান্তি চুক্তি নিয়ে আলোচনা করছে ঠিক তখন মস্কো কোনো রকম কূটনীতি নয়, বরং ক্ষেপণাস্ত্র দিয়ে উত্তর দেয়।’
স্বাধীনতার বার্তা / মেবি
