সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ

ইউক্রেনকে দূরপাল্লার টমাহক ক্ষেপণাস্ত্র দেওয়ার বিষয়ে নীতিগত সম্মতি প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। কিন্ত সিদ্ধান্ত কবে হতে কার্যকর হবে তা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চূড়ান্ত অনুমোদনের উপর নির্ভর করছে।

গতকাল শুক্রবার সিএনএন একটি প্রতিবেদনে বলে, পেন্টাগনের মূল্যায়ন মতে দেখা যায়, ইউক্রেনকে টমাহক ক্ষেপণাস্ত্র দিলে যুক্তরাষ্ট্রের নিজস্ব অস্ত্র মজুতের উপর কোনো রকম বড় প্রভাব পড়বে না।

যুক্তরাষ্ট্রে প্রস্তুতকৃত উচ্চমাত্রার নির্ভুল ক্ষেপণাস্ত্র টমাহক অন্তত ১ হাজার ৫০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত করতে সক্ষম।

তিনজন মার্কিন ও ইউরোপীয় কর্মকর্তার বরাতে সিএনএন বলেছে, ক্ষেপণাস্ত্র সরবরাহ এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এর পূর্বে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে এক বৈঠকে ট্রাম্প বলেন, আমি চাই না আমাদের দেশের প্রতিরক্ষার জন্য প্রয়োজনীয় কোনো অস্ত্র অন্য দেশে দিয়ে দেয়া হোক।

অপরদিকে জেলেনস্কি বলেন, ইউক্রেনের প্রতিরক্ষাতে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র খুব জরুরি। এইগুলো যুদ্ধের সঠিক সমাপ্তি আনতে সহায়ক হবে।

এইদিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সকলকে সতর্ক করে বলেন, যদি রুশ ভূখণ্ডে টমাহক ক্ষেপণাস্ত্রের কোনো আঘাত লাগে তাহলে রাশিয়ার প্রতিক্রিয়া হবে বেশ কঠোর।

স্বাধীনতার বার্তা / মেবি

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর