চীনে টাইফুন মাতমো
চীনের গুয়াংডং প্রদেশের সুয়েনে টাইফুন মাতমো আঘাত হেনেছে। রবিবার (৫ই অক্টোবর) প্রদেশটিতে টাইফুনের প্রভাবে তীব্র বৃষ্টিপাত হয়।
দেশটিতে এমন সময় টাইফুন আঘাত হেনেছে যখন সেখানে বছরের অন্যতম সবচেয়ে বড় ছুটির মৌসুম চলমান।
টাইফুন মাতমোর কারণে গত সপ্তাহে ফিলিপাইনে বন্যার সৃষ্টি হয়েছে। এরপরে এটি চীনের দিকে এগিয়ে আসে। রবিবার স্থানীয় সময় দুপুর ২টা ৫০ মিনিটের দিকে চীনা উপকূলে আছড়ে পড়ে টাইফুনটি।
চীনের দিকে এগোনোর সময় টাইফুনটির গতিবেগ ছিল প্রায় ১৫১ কিলোমিটার। গত বুধবার হতে চীনে শুরু হয়েছে ৮ দিনের সরকারি ছুটি। এইদিন দেশটির জাতীয় দিবস ছিল।
টাইফুনের
জন্য গত শনিবার সন্ধ্যা হতে ছুটির প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত হাইনান প্রদেশের ফেরি সেবা বন্ধ করা হয়েছে। যার ফলে সাধারণ মানুষের যাতায়াতে ব্যাপক বিঘ্ন সৃষ্টি হয়েছে।শনিবার এটি শক্তিশালী সামুদ্রিক ঝড় হতে টাইফুনে পরিণত হয়। এরপরে এটি গুয়াংডংয়ের দিকে অগ্রসর হয়। উপকূলে আঘাত হানায়
বর্তমানে টাইফুনটি শক্তি হারিয়ে সাধারণ ঝড়ে পরিণত হচ্ছে।
