ফ্লোটিলা হতে আটকৃত ১৩৭ জনকে তুরস্কে পাঠালো
গাজায় যাওয়ার পথে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা হতে আটক করা ১৩৭ জনকে তুরস্কে পাঠিয়েছে ইসরায়েল।
মন্ত্রণালয়ের পক্ষ হতে জানানো হয়, আন্তর্জাতিক জলসীমায় ইসরাইলি বাহিনী জাহাজ থামিয়ে তাদের আটক করে ও জোর করে ইসরাইলে নিয়ে যায়। পরবর্তীতে আটক ব্যক্তিদের তুরস্কে পাঠানো হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ পাওয়া একটি ভিডিওতে দেখা গিয়েছে, তুরস্কের বিমানবন্দরে অবস্থান করছে একটি বিমান। এটির ভেতরে আটককৃত ১৩৭জন অধিকারকর্মী রয়েছেন।
বিশ্বের বিভিন্ন দেশের মাঝে ৪৫টিরও বেশি নৌযান নিয়ে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা গাজার উদ্দেশ্যে রওনা হয়েছিল। এসব নৌযানে কমপক্ষে ৫০০ লোক ছিলেন। অংশগ্রহণকারীদের মাঝে সুইডেনের জলবায়ুকর্মী গ্রেটা থুনবার্গসহ বিশ্বের প্রায় ৪০টির বেশি দেশের অধিকারকর্মী, চিকিৎসক, সাংবাদিক ও নির্বাচিত সংসদ সদস্যরাও ছিলেন। গত বুধবার গাজার জলসীমায় প্রবেশের পূর্বেই ফ্লোটিলাতে হানা দেয় ইসরাইলী বাহিনী। ২০২৩ সালের ৭এঅক্টোবর হতে শুরু হওয়া ইসরাইলি হামলায় ৬৬,২০০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের মাঝে অধিকাংশই নারী ও শিশু।