সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ

ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে নজরদারির অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে তুরস্ক। দেশটির জাতীয় গোয়েন্দা সংস্থা, ইস্তাম্বুলের প্রধান পাবলিক প্রসিকিউটরের কার্যালয় ।ও ইস্তাম্বুল পুলিশ যৌথ অভিযান চালানোর মাধ্যমে গ্রেপ্তার করে তাদের।

কর্মকর্তারা জানিয়েছেন, আটক এক সন্দেহভাজনকে সেরকান সিচেক হিসেবে শনাক্ত করা হয়, যার বিরুদ্ধে মোসাদের পক্ষে সরাসরি কাজ করার অভিযোগ রয়েছে বলে খবর আছে।

অপরদিকে, আইনজীবী তুগরুলহান দীপের বিপক্ষে অভিযোগ, তিনি এজেন্টের সাথে যুক্ত গোয়েন্দাদের নিকট তথ্য বিক্রি করতেন।

প্রসিকিউটরদের জিজ্ঞাসাবাদ শেষে দুজনকেই একটি ফৌজদারি আদালতে পাঠানো হয়েছে। সেখানে রাজনৈতিক কিংবা সামরিক গুপ্তচরবৃত্তিদের গোপনীয় রাষ্ট্রীয় তথ্য সংগ্রহের অভিযোগ আনা হয় তাদের বিরুদ্ধে।

তিনি আর্থিক লাভের কারণে ডিপ গোয়েন্দাদের পাবলিক রেকর্ড হতে ব্যক্তিগত তথ্য সরবরাহ করতেন ও সিচেকসহ অন্যান্য গুপ্তচরদের সহযোগিতা করতেন। সিচেক এর পূর্বে মুসা কুসের সাথে কাজ করেছেন, যাকে ইসরাইলের হয়ে নজরদারির অভিযোগে ১৯ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল।

স্বাধীনতার বার্তা / মেবি

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর