সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে বৈঠক করেছেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান। বৈঠকে ট্রাম্প রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করতে এরদোয়ানের প্রতি আহ্বান জানান। ওভাল অফিসে বৃহস্পতিবার বৈঠকের পর এরদোয়ানের সাথে এক ছোট প্রশ্নোত্তর পর্বে তাকে ‘অত্যন্ত মর্যাদাসম্পন্ন ব্যক্তি’ বলে আখ্যায়িত করেন মার্কিন প্রেসিডেন্ট।

তিনি বলেন, ‘আমি চাই তুরস্ক রাশিয়া হতে তেল কেনা বন্ধ করুক। তিনি যদি তা করেন, তাহলে সেটাই হবে সবচেয়ে উত্তম কাজ।’

ট্রাম্প আরও বলেন, তার আস্থা এরদোয়ান ইউক্রেনের প্রেসিডেন্ট এবং রাশিয়ার প্রেসিডেন্ট উভয়েরই শ্রদ্ধার পাত্র। যার ফলস্বরূপ এরদোয়ান চাইলে যুদ্ধে বড় ধরণের প্রভাব ফেলতে পারেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আরও বলেন, ‘তার কিছু জিনিসের প্রয়োজনীয়তা আছে এবং আমাদেরও কিছু জিনিসের প্রয়োজনীয়তা আছে। আমরা একটি রায়ে পৌঁছাতে যাচ্ছি।’

ট্রাম্প আরও জানান, রাশিয়ার কাছ হতে ক্ষেপণাস্ত্র ব্যবস্থা কেনার তরুস্কের ওপর আরোপ করা নিষেধাজ্ঞা খুব শিগগিরই তুলে নেয়া হতে পারে।

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর