ফের আলোচনাতে ট্রাম্পের শুল্কনীতি
ফের যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করে একের পর এক অপ্রত্যাশিত কাজ করে গেছেন ডোনাল্ড ট্রাম্প। বৈশ্বিক প্রতিদ্বন্দ্বীদের চাপে রাখার জন্য তিনি উচ্চহারে শুল্কারোপ আরম্ভ করেন। এতে করে বৈশ্বিক বাণিজ্যে এক রকম মারাত্মক প্রভাব পড়ে। এরই ধারাবাহিকতাতে ট্রাম্পের শুল্কনীতি বাতিলের দাবিতে আইনসভা কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে রেজুল্যুশন পাস হয়।
মার্কিন সিনেটে মোট আসন সংখ্যা ১০০টি। গত বৃহস্পতিবার রেজুল্যুশনটি সিনেটে ভোটের জন্য উপস্থাপন করা হয়েছে। ৫১ জন আইনপ্রণেতা সেইটির পক্ষে ভোট দিয়েছেন ও বিপক্ষে ভোট পড়ে ৪৭টি। বাকি দুজন ভোট দেওয়া হতে নিজেদের বিরত রাখেন।
রেজুল্যুশনটি পাসের পক্ষে বিরোধী দল ডেমোক্রেটিক পার্টির এমপিদের সাথে ভোট দিয়েছেন মার্কিন প্রেসিডেন্টের রিপাবলিকান পার্টির চারজন আইনপ্রণেতা।
গত ২০ জানুয়ারি ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার পরে এই প্রথম রিপাবলিকান পার্টির চারজন আইনপ্রণেতা তার শুল্কনীতির বিরুদ্ধে ভোট দিয়েছেন।
সিনেটে ভোটাভুটির পরে ভার্জিনিয়া অঙ্গরাজ্যের সিনেট সদস্য ও ডেমোক্রেটিক পার্টির নেতা টিম কাইন বলেছেন, আমরা সকলে আশা করছি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার শুল্কনীতি বাতিল অথবা স্থগিতের ব্যাপারটি গুরুত্ব সহকারে পুনর্বিবেচনা করবেন।
স্বাধীনতার বার্তা / মেবি
