ট্রাম্পকে নিয়ে কী তথ্য প্রকাশ করলো এপস্টেইন
কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইন তার ব্যক্তিগত ইমেইলে ডোনাল্ড ট্রাম্পের নাম বেশ কয়েকবার উল্লেখ করেছিলেন। যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের ডেমোক্র্যাট সদস্যদের প্রকাশ করা নতুন এক ইমেইল নথিতে এই তথ্যটি উঠে এসেছে।
প্রকাশিত এই তথ্যে দেখা যায়, এপস্টেইনের পাঠানো ও প্রাপ্ত ইমেইলে ট্রাম্পকে নিয়ে বহুবার আলোচনা করা হয়েছে।
এমনই একটি ইমেইল আদান-প্রদান হয়েছে এপস্টেইনের সহযোগী ঘিসলেইন ম্যাক্সওয়েল-এর সাথে ২০১১ সালের এপ্রিল মাসে। ওই ইমেইলে এপস্টেইন লিখেছিল, একজন ভুক্তভোগীর সাথে ডোনাল্ড ট্রাম্প ঘণ্টার পর ঘণ্টা সময় কাটিয়েছেন। ওই ইমেইলে ট্রাম্পকে তিনি ঘেউ ঘেউ না করা কুকুর বলেও উল্লেখ করেছিলেন।
এছাড়াও ট্রাম্পকে নিয়ে বই লেখা সাংবাদিক মাইকেল উলফের সাথেও এপস্টেইনের ইমেইল যোগাযোগ ছিল বলে জানা যায়।
স্বাধীনতার বার্তা / মেবি
