এবার ইউক্রেন-রাশিয়া যুদ্ধ বন্ধের জন্য ট্রাম্পের ২৮ দফা প্রস্তাব
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধের জন্য নতুন ২৮ দফা খসড়া প্রস্তাব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। প্রস্তাবটি এরই মাঝে ইউক্রেনে উপস্থাপন করা হয়েছে। ওয়াশিংটন ও মস্কো মিলে এই খসড়া প্রস্তাবটি তৈরি করেছে। এতে করে রাশিয়ার বেশ কিছু শর্ত মেনে নেওয়া হয়েছে। ইউক্রেনকে তাদের ভূখণ্ডটি ছাড় দিতে হবে বলে উল্লেখ আছে। সেই সাথে সেনাবাহিনীর আকার ছোট করে আনতে হবে। নতুন খসড়া প্রস্তাব অনুসারে ইউক্রেনকে তার বেশ কিছু ভূখণ্ড রাশিয়াকে দিয়ে দিতে হবে ও ন্যাটোতে যোগদানের আশাটি ছাড়তে হবে। এই প্রস্তাবে বলা হয় ইউক্রেনের সার্বভৌমত্ব নিশ্চিত করা হবে। প্রস্তাবের উল্লেখযোগ্য শর্তের মাঝে আছে: কেউ কারো উপর আগ্রাসন চালাবে না এই বিষয়ে একটি চুক্তি সই হবে ও গত ৩০ বছরের সব অস্পষ্টতা সমাধান হয়েছে বলে বিবেচিত হবে। রাশিয়া প্রতিবেশী দেশগুলোতে কোনো রকম আক্রমণ করবে না ও ন্যাটো আর সম্প্রসারিত হবে না। ইউক্রেন নির্ভরযোগ্য সম্পূর্ণ নিরাপত্তা গ্যারান্টি পাবে। কিন্তু ইউক্রেনীয় সশস্ত্র বাহিনীর আকার হ্রাস করে ছয় লাখে সীমাবদ্ধ রাখতে হবে।
প্রস্তাব অনুসারে ইউক্রেনের ন্যাটোতে যোগদান করতে পারবে না ও ন্যাটো তার আইনে এমন এক বিধান অন্তর্ভুক্ত করতে সম্মত হয়েছে যেটি ভবিষ্যতে ইউক্রেনকে নেওয়া হবে না।
স্বাধীনতার বার্তা / মেবি
