ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন: ইরান পারমানবিক বোমা বানাবে না
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেন, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চালিয়ে গেলেও ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে না এবং তা করতেও দেওয়া হবে না ।
ট্রাম্প বলেন: এখন অনেক কিছু সমৃদ্ধ করতে চায় ইরান। তারা ফিরে আসার ছেষ্টা করছে। আপনি ভাবুন ,তারা যদি বলে – চলো বোমা বানাই। তবে সেটা হবে না। বোমা তারা বানাবে না। আর সমৃদ্ধকরণও করতে পারবে না।
ট্রাম্প আরও বলেন,
ইরানের পারমাণবিক স্থাপনায় যদি যুক্তরাষ্ট্র হামলা চালায়, সেটা হবে সবার অর্জন - এমনকি ইরানিদের জন্যও - এক ধরনের বড় অর্জন।
ট্রাম্প ইরানিদের বুদ্ধিমান জাতি হিসেবে উল্লেখ করে বলেন,
তাদের দেশ আছে, তেল আছে, এবং তারা খুব স্মার্ট মানুষ। আমি মনে করি, তারা আবারও ঘুরে দাঁড়াতে পারবে। আর যুক্তরাষ্ট্রের সঙ্গে ভবিষ্যতে তাদের কিছু সম্পর্ক থাকবে -আমি এমনটাই আশা করি।