হচ্ছে না ট্রাম্প-মোদি সাক্ষাৎ
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আসিয়ান শীর্ষ বৈঠকে অংশগ্রহণ করতে মালয়েশিয়া যাচ্ছেন না।তিনি ভার্চুয়ালি এই বৈঠকে যুক্ত হবেন। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম সামাজিক মাধ্যম এক্স-এ একটি পোস্টে এই কথা জানিয়েছেন। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী জানিয়েছেন, ভারতে দীপাবলি উদযাপন এখনো চলমান আছে। তাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভার্চুয়ালি বৈঠকে যুক্ত হবেন।
এর কারণে ডোনাল্ড ট্রাম্পের সাথে নরেন্দ্র মোদীর মুখোমুখি সাক্ষাৎ হচ্ছে না। সাম্প্রতিক রাশিয়া হতে তেল কেনা বন্ধ করা নিয়ে ভারতের ওপর প্রবল চাপ দিচ্ছেন ট্রাম্প। ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি সম্পর্কে আলোচনা শুরু হলেও তা এখনো পর্যন্ত শেষ হয়নি।
কংগ্রেস নেতা জয়রাম রমেশ দাবি করেছেন মোদি ইচ্ছা করেই সাক্ষাৎ এড়িয়ে গেছেন। সামাজিকমাধ্যমে পোস্ট করে তিনি বলেছেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ট্রাম্পের মুখোমুখি হতে চাননি। ট্রাম্প মোট ৫৩ বার দাবি করেছেন তিনি অপারেশন সিঁদুর থামিয়েছেন। নরেন্দ্র মোদি সম্ভবত বলিউডের সেই গানের কথা স্মরণ করছেন, 'বাঁচকে রেহনা রে বাবা, বাঁচকে রেহনা রে।’
ট্রাম্প আসিয়ান বৈঠকে যুক্ত হতে মালয়েশিয়া যাচ্ছেন। তারপরে দক্ষিণ কোরিয়ায় ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বৈঠকে বসবেন বলে জানা যায়।
স্বাধীনতার বার্তা / মেবি
