সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ ভিডিওচিত্র ২

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা খাতে ১ ট্রিলিয়ন ডলার; আল-উদেইদ ঘাঁটির উন্নয়নে ৩৮ বিলিয়ন ডলারের চুক্তি

ওয়াশিংটন: যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামরিক শক্তি বৃদ্ধি এবং কাতারের সঙ্গে কৌশলগত সম্পর্ক জোরদারের ঘোষণা দিয়েছেন। গতকাল এক জনসভায় দেওয়া ভাষণে তিনি ২০২৬ সালের জন্য প্রস্তাবিত ১ ট্রিলিয়ন ডলারের প্রতিরক্ষা বাজেটের কথা উল্লেখ করে বলেন, "এটি ইতিহাসের সর্ববৃহৎ সামরিক বিনিয়োগ।" এছাড়া মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানিকে "অপরিহার্য অংশীদার" আখ্যা দিয়ে দ্বিপাক্ষিক নিরাপত্তা চুক্তির বিস্তারিত জানান তিনি।

সামরিক শক্তির নতুন মাত্রা :

ট্রাম্পের মতে, তাঁর প্রশাসনের সময়ে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী "ইতিহাসের সর্বশ্রেষ্ঠ শক্তির অবস্থানে" পৌঁছায়। ২০২৬ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটে প্রতিরক্ষা খাতে ১৩% বৃদ্ধি করে ১ ট্রিলিয়ন ডলার বরাদ্দের কথা জানিয়ে তিনি দাবি করেন, "শত্রুরা আমাদের সক্ষমতা দেখে ভয়ে কেঁপে উঠবে।" বিশেষজ্ঞরা এই বাজেটকে চীন, রাশিয়া ও ইরানকে প্রতিহত করার কৌশল হিসেবে ব্যাখ্যা করছেন। পেন্টাগন সূত্রে জানা গেছে, এই তহবিল যুদ্ধবিমান, নৌবহর ও সাইবার নিরাপত্তা ব্যবস্থার আধুনিকায়নে ব্যয় হবে।

কাতারের সঙ্গে ৩৮ বিলিয়ন ডলারের নিরাপত্তা জোট :

ভাষণে ট্রাম্প কাতারের আমির প্রতি অভূতপূর্ব প্রশংসা জানান। তাকে "বন্ধুত্বপূর্ণ ও বিচক্ষণ নেতা" বলে আখ্যায়িত করে ট্রাম্প উল্লেখ করেন, "কাতার মধ্যপ্রাচ্যে আমাদের সবচেয়ে নির্ভরযোগ্য মিত্র।" এই মন্তব্যের পাশাপাশি তিনি দুই দেশের মধ্যে সম্প্রতি স্বাক্ষরিত ৩৮ বিলিয়ন ডলারের চুক্তির বিবরণ দেন। চুক্তির অন্তর্ভুক্ত রয়েছে:

অত্যাধুনিক এমকিউ-৯বি ড্রোন ক্রয়, যা কাতারের নজরদারি ও লক্ষ্যভিত্তিক অভিযানের সক্ষমতা বাড়াবে।

আল-উদেইদ বিমানঘাঁটির সম্প্রসারণ, যেখানে বর্তমানে ১০ হাজারেরও বেশি মার্কিন সেনা অবস্থান করছে। এই ঘাঁটি ইরাক, সিরিয়া ও আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের বিমানহামলার মূল কেন্দ্র।

বিশ্লেষকদের মূল্যায়ন :

রাজনৈতিক বিশ্লেষক ড. লিনা আহমেদের মতে, "ট্রাম্পের এই বক্তব্য কেবল নির্বাচনী প্রচার নয়, বরং মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের দীর্ঘমেয়াদি পরিকল্পনার প্রতিফলন। কাতারের সঙ্গে সম্পর্ক শক্তিশালী করে যুক্তরাষ্ট্র ইরানের প্রভাব মোকাবেলা এবং জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে চায়।" অন্যদিকে, আল-উদেইদ ঘাঁটির সম্প্রসারণকে "অস্থিতিশীলতার কারণ" হিসেবে দেখছেন ইরান ও ইয়েমেনের হুথি বিদ্রোহীরা।

পটভূমি :

কাতার, আল-উদেইদ ঘাঁটি 9/11-পরবর্তী থেকে মার্কিন সামরিক অভিযানের কেন্দ্রবিন্দু। ট্রাম্পের প্রথম মেয়াদে (২০১৭-২০২১) কাতারের উপর নিষেধাজ্ঞা আরোপ করলেও, বর্তমানে জ্বালানি সংকট ও আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের পর পুনরায় জোরদার হচ্ছে। বিশেষজ্ঞরা মনে করছেন, ২০২৪-এর নির্বাচনের আগে ট্রাম্পের এই ঘোষণা প্রতিরক্ষা শিল্পপতিদের সমর্থন আদায়ের চেষ্টা।

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর