সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ ভিডিওচিত্র ২

১লা অক্টোবর হতে ব্র্যান্ডেড এবং পেটেন্ট করা ওষুধ আমদানির ওপর ১০০ শতাংশ পর্যন্ত রাজস্ব কার্যকরের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্র হচ্ছে ভারতীয় ওষুধ রপ্তানির সবচেয়ে বড় বাজার। যার ফলে ভারতের ওষুধ খাতে এক বড় ধরনের ধাক্কা আসার শঙ্কা রয়েছে।

বৃহস্পতিবার ট্রাম্প সামাজিক মাধ্যমে লিখেছেন, ‘ যদি কোনো কোম্পানি যুক্তরাষ্ট্রের ভেতরে ওষুধ তৈরির কারখানা স্থাপন না করে, তবে তাদের ব্র্যান্ডেড বা পেটেন্ট ওষুধ আমদানিতে ১০০ শতাংশ রাজস্ব দিতে হবে।’

ট্রাম্প স্পষ্ট করে বলেছেন, কিন্ত যে কোম্পানিগুলো যুক্তরাষ্ট্রে কারখানা নির্মাণে আগ্রহী হয়েছে, তাদের ক্ষেত্রে এই রাজস্ব প্রযোজ্য হবে না।

২০২৫ সালের প্রথম ছয় মাসে যুক্তরাষ্ট্রে ভারতের ওষুধ রপ্তানি হয়েছে প্রায় ৩.৭ বিলিয়ন ডলারের।

যুক্তরাষ্ট্রে বর্তমানে ব্যবহৃত সাশ্রয়ী জেনেরিক ওষুধের ৪৫ শতাংশই আসে ভারত হতে। এছাড়া ১৫ শতাংশ বায়োসিমিলার ওষুধও সরবরাহ করে থাকে ভারতীয় কোম্পানিগুলো। ড. রেড্ডি’স, অরবিন্দো ফার্মা, জাইডাস, সান ফার্মা ও গ্ল্যান্ড ফার্মার মতো প্রতিষ্ঠানগুলো তাদের মোট আয়ের প্রায় ৩০-৫০ শতাংশ যুক্তরাষ্ট্রের বাজার হতে পায়।

এর পূর্বে ট্রাম্প ভারতীয় পণ্যের ওপর ৫০ শতাংশ রাজস্ব আরোপ করেছিলেন। রাশিয়ার তেল আমদানি অব্যাহত রাখার কারণে এর মধ্যে ২৫ শতাংশ বাড়তি জরিমানা যুক্ত হয়েছে বলে জানা যায়।

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর