সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ ভিডিওচিত্র ২

যুক্তরাষ্ট্রে ১২ দেশের নাগরিকদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা, আরও ৭ দেশের জন্য আংশিক নিষেধাজ্ঞা জারি করলেন ট্রাম্প
ফাইল ছবি: রয়টার্স

ওয়াশিংটন, যুক্তরাষ্ট্র |
যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে ১২টি দেশের নাগরিকদের ওপর পূর্ণাঙ্গ ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বুধবার এক নির্বাহী আদেশে তিনি স্বাক্ষর করেন, যা আগামী সোমবার থেকে কার্যকর হবে।



নতুন এ নিষেধাজ্ঞার আওতায় রয়েছে আফগানিস্তান, মিয়ানমার, চাদ, কঙ্গো প্রজাতন্ত্র, ইকুয়েটোরিয়াল গিনি, ইরিত্রিয়া, হাইতি, ইরান, লিবিয়া, সোমালিয়া, সুদান ও ইয়েমেন।

এছাড়া আরও সাতটি দেশের ওপর আংশিক ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। দেশগুলো হলো: বুরুন্ডি, কিউবা, লাওস, সিয়েরা লিওন, টোগো, তুর্কমেনিস্তান ও ভেনেজুয়েলা।

হোয়াইট হাউসের এক বিবৃতিতে জানানো হয়, উভয় ধরনের নিষেধাজ্ঞাই সোমবার থেকে কার্যকর হবে। প্রেসিডেন্ট ট্রাম্প এক ভিডিও বার্তায় জানিয়েছেন, কলোরাডোর বোল্ডারে ইহুদিদের একটি র‍্যালিতে পেট্রলবোমা নিক্ষেপের ঘটনায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। হামলাকারী একজন মিসরীয় নাগরিক, যিনি যুক্তরাষ্ট্রে অবৈধভাবে অবস্থান করছিলেন।

তবে নিষেধাজ্ঞার তালিকায় মিসরের নাম না থাকায় বিষয়টি নিয়ে ইতোমধ্যে প্রশ্ন উঠেছে।

এছাড়াও, বিদেশি শিক্ষার্থীদের ক্ষেত্রে আরও কড়াকড়ি আরোপ করে আরেকটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন ট্রাম্প। এতে হার্ভার্ডসহ বিভিন্ন মার্কিন বিশ্ববিদ্যালয়ে বিদেশি শিক্ষার্থীদের ভিসা দেওয়ার নীতিমালায় পরিবর্তন আনা হয়েছে।

বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের প্রথম মেয়াদে যেমন বিতর্কিত ভ্রমণ নিষেধাজ্ঞা আলোচনার জন্ম দিয়েছিল, এই পদক্ষেপও তারই পুনরাবৃত্তি হতে পারে।

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর