ট্রাম্পকে রাজকীয় সংবর্ধনা যুক্তরাজ্যের
দুই দিনের রাষ্ট্রীয় সফরে যুক্তরাজ্যে গেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল ট্রাম্প। ব্রিটিস রাজপ্রাসাদে উইন্ডসর ক্যাসেলে পৌঁছালে লালগালিচা সংবর্ধনা, তোপধ্বনি ও অশ্বারোহী বাহিনীর মতো রাজকীয় আড়ম্বরের মধ্যে দিয়ে ট্রাম্পকে স্বাগত জানানায় রাজপরিবার।
স্থানীয় সময় দুপুর ১২টার দিকে মার্কিন প্রসিডেন্টকে বহনকারী বিশেষ হেলিকপ্টার মেরিন ওয়ান উইন্ডসর ক্যাসলে অবতরন করে। এ সময় সেখানে ছিল রাজা তৃতীয় চালর্সের উওরসূরি প্রিন্স উইলিয়াম ও তাঁর সহধর্মিণী ক্যাথরিন। তাঁরা ট্রাম্প ও তার সহধর্মিণী মেলানিয়া ট্রাম্পকে স্বাগত জানান।
এরপর রাজপ্রাসাদে ট্রাম্প দম্পতিকে স্বাগত জানান রাজা তৃতীয় চালর্স ও রানি ক্যামিলা। ট্রাম্প যখন রাজার সঙ্গে করমর্দন করছিলেন তখন প্রথম বিশ্বযুদ্ধের সময়ের ছয়টি কামান থেকে একযোগে ৪১ বার তোপধ্বনি করা হয়। একই সময়ে টাওয়ার অব লন্ডন থেকেও একই রকম তোপধ্বনি হয়।তবে ৭৯ বছর বয়সী ট্রাম্পকে নিয়ে কিছুটা বিপাকেও লন্ডন। কারণ, বিভিন্ন জরিপে দেখা গেছে, ট্রাম্প দেশটিতে অজনপ্রিয়। এ জন্য লন্ডন পুলিশ নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে। রাজপ্রাসাদের আশপাশে ১ হাজার ৬০০ পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে