সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ

সাময়িকভাবে স্থগিত করা হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মাঝে নির্ধারিত বৈঠক। আপাতত রুশ প্রেসিডেন্টের সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের বৈঠকের কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন হোয়াইট হাউজের এক কর্মকর্তা।

এর পূর্বে গত মঙ্গলবার ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন, আগামী দুই সপ্তাহের মাঝে হাঙ্গেরিতে পুতিনের সঙ্গে বৈঠকে বসবেন তিনি।

তবে এখন আর নির্ধারিত সময়ে বৈঠক হচ্ছে না, মস্কোর পক্ষ হতেও এটি নিশ্চিত করা হয়েছে।ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, বৈঠকের প্রস্তুতির জন্য আরো সময় লাগতে পারে। তিনি আরও জানান, ‘প্রাথমিকভাবে এখনও কোনো প্রকার সুনির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করা হয়নি।’

মঙ্গলবার ওভাল অফিসের একটি সংবাদ সম্মেলনে ট্রাম্পের নিকট বৈঠক বিলম্বিত হওয়ার কারণ জানতে চান সাংবাদিকরা। কিন্ত এই বিষয়ে সুনির্দিষ্ট কোনো কিছু বলতে অস্বীকৃতি জানান তিনি।

তিনি বলেছেন, ‘আমি কোনো রকম ব্যর্থ বৈঠক করে আমার সময় নষ্ট করতে চাই না। কিন্ত এটিই চূড়ান্ত সিদ্ধান্ত নয়। সামনে পরিবর্তন আসতেই পারে। তখন দেখা যাবে কী হয়।’

প্রেসিডেন্ট পুতিনের বিনিয়োগ বিষয়ক দূত কিরিল দিমিত্রিয়েভও গতকাল সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টে বলেছেন, দুই দেশের প্রেসিডেন্টের সম্ভাব্য বৈঠক নিয়ে প্রস্তুতি চলমান রেখেছে রাশিয়া।

স্বাধীনতার বার্তা / মেবি

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর