ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য বললেন মাচাদো
ভেনেজুয়েলার বিরোধী দলীয় নেতা ও গত বছর শান্তিতে নোবেলজয়ী মারিয়া কোরিনা মাচাদো বলেন, তিনি বিশ্বাস করেন যে ডোনাল্ড ট্রাম্প নোবেল শান্তি পুরস্কার পাওয়ার যোগ্য।
ভেনেজুয়েলাতে তার পদক্ষেপের দ্বারা মার্কিন প্রেসিডেন্ট “বিশ্বকে তা প্রমাণ করেন” ও এটি “মানবতার জন্য বিশাল পদক্ষেপ” বলেও তিনি মন্তব্য করেন।
ফক্স নিউজকে দেয়া একটি সাক্ষাৎকারে মাচাদো বলেন, “তার নেয়া পদক্ষেপের জন্য আমরা কৃতজ্ঞ”।
তিনি নিকোলাস মাদুরোর বিরুদ্ধে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন।
মাদুরো সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেছেন, "তিনি সম্পূর্ণরূপে সিস্টেম ও নির্বাচনী পরিষদ নিয়ন্ত্রণ করেছিলেন" ও ভেনেজুয়েলাতে স্বাধীন নির্বাচন পরিচালনা করা অসম্ভব ছিল। তবে "আমরা তাকে বড় ব্যবধানে পরাজিত করেছি", তিনি বলেছেন।
মাচাদো বহু মাস যাবত লুকিয়ে ছিলেন, তিনি জানিয়েছেন “যত দ্রুত সম্ভব” ভেনেজুয়েলাতে ফিরে যাওয়ার পরিকল্পনা করছেন।
মাচাদো আরো জানিয়েছেন, আজই “উত্তেজনা বেড়েছে” যেইখানে “১৪ জন সাংবাদিককে আটক করা হয়” ভেনেজুয়েলাতে।
তিনি বলেছেন, অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট “ রদ্রিগেজকে বিশ্বাস করা যায় না” ও ভেনেজুয়েলাবাসীর জন্য পরবর্তীতে পরিবর্তন নিয়ে অবশ্যই এগিয়ে যেতে হবে।
স্বাধীনতার বার্তা / মেবি
