তিন শহর হতে ন্যাশনাল গার্ড প্রত্যাহারের ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের
যুক্তরাষ্ট্রের শিকাগো, লস অ্যাঞ্জেলেস ও পোর্টল্যান্ড হতে ন্যাশনাল গার্ড সদস্যদের প্রত্যাহারের ঘোষণা দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
এইসব রাজ্যে বাস করা অভিবাসী দমনে মোতায়েন করা হয়েছে সামরিক বাহিনীর সদস্যদের। বিতর্কিত এ পদক্ষেপের জেরে ব্যাপক আইনি বাধা ও আদালতের নিষেধাজ্ঞার মুখে পড়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। যার জের ধরে বুধবার (৩১ ডিসেম্বর) রাজ্যগুলো হতে আপাতত ন্যাশনাল গার্ড সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।
নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে একটি পোস্ট দিয়ে ট্রাম্প বলেছেন, আমরা শিকাগো, লস অ্যাঞ্জেলেস এবং পোর্টল্যান্ড হতে ন্যাশনাল গার্ড প্রত্যাহার করছি। যদিও এ শহরগুলোতে দেশপ্রেমিক সৈন্যরা থাকার জন্য অপরাধ ব্যাপকভাবে হ্রাস পেয়েছিল।
কিন্তু অপরাধের মাত্রা ফের বৃদ্ধি পেলে ভবিষ্যতে আরো কঠোরভাবে নিরাপত্তা বাহিনী মোতায়েন করার হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প।
স্বাধীনতার বার্তা / মেবি
