থাইল্যান্ডে বন্যা
থাইল্যান্ডে বন্যাতে মৃতের সংখ্যা বৃদ্ধি পেয়ে ৩৩ জনে এসে দাঁড়িয়েছে। যাদের বেশিরভাগই মারা গেছেন আকস্মিক বন্যা, পানিতে ডুবে ও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে। দেশটির মোট নয়টি প্রদেশ এই বন্যার কবলে পড়েছে। গতকাল মঙ্গলবার দক্ষিণ সোংখলা প্রদেশে জরুরি অবস্থা ঘোষণা করে থাই সরকার।
গত সপ্তাহের শেষের দিক হতে প্রবল বৃষ্টিপাতের কারণে পর্যটন কেন্দ্র হাট ইয়ে ও দক্ষিণাঞ্চল প্লাবিত হয়ে যায়।
থাই সরকারের মুখপাত্র সিরিপং আংকাসাকুলকিয়াত সাংবাদিকদের বলেছেন, ‘সাতটি প্রদেশে মোট ৩৩ জন মারা গেছে। যাদের বেশিরভাগই মারা গেছে আকস্মিক বন্যা, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ও পানিতে ডুবে।’ তিনি আরও বলেছেন, দক্ষিণাঞ্চলে পানির স্তর কমার সম্ভাবনা আছে।
দুর্যোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ বিভাগের তথ্য অনুসারে, দক্ষিণের সাতটি প্রদেশে প্রবল বন্যা ছড়িয়ে পড়েছে। সেখানে রয়েছে কয়েক মিলিয়ন মানুষের বসবাস।
থাইল্যান্ডে জুন হতে সেপ্টেম্বর পর্যন্ত নিয়মিতভাবে ভারী বৃষ্টিপাত হয়েছে। কিন্তু বিশেষজ্ঞরা বলেছেন জলবায়ু পরিবর্তনের জন্য আবহাওয়া দিন দিন বৈরি হয়ে যাচ্ছে।
প্রতিবেশী দেশ মালয়েশিয়াতে আটটি রাজ্যে কয়েকদিন ধরে যাবত বৃষ্টিপাতের কারণে বন্যা দেখা দিয়েছে।
স্বাধীনতার বার্তা / মেবি
