সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ

থাইল্যান্ডে কয়েকদিনের টানা বৃষ্টির কারণে সৃষ্টি বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২২ জনে। এর পূর্বে, সোমবার ১২ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছিল দেশটির সরকার।

মঙ্গলবার দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তারা জানিয়েছেন, তাদের উত্তরাঞ্চলের ছয়টি, মধ্যাঞ্চলের আটটি, উত্তরপূর্বাঞ্চলের চারটি ও পূর্বাঞ্চলের একটি প্রদেশ বন্যায় আক্রান্ত হয়েছে।

সব মিলিয়ে দেশটির ১৯টি প্রদেশের অন্তত পৌনে চার লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে ধারণা করা যায়। এর মাঝে উত্তরাদিত ও আয়ুথায়ার বাসিন্দারা বন্যায় অধিক ক্ষতিগ্রস্ত হয়েছেন।

এই অবস্থায় দুর্গত এলাকায় উদ্ধার কার্যক্রম ও ত্রাণ তৎপরতা জোরদার করেছে থাই সরকার। এর পূর্বে, বন্যা পরিস্থিতি মোকাবেলায় সোমবার জরুরি ত্রাণ তৎপরতা শুরু করার নির্দেশ দিয়েছেন থাই প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুল।

স্বাধীনতার বার্তা / মেবি

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর