সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ

গাজা উপত্যকার রাফাহের নিকটে টানেলে ইসরাইলি অভিযানে ৪০ জনের অধিক হামাস যোদ্ধা নিহত হন। রবিবার (৩০ নভেম্বর) ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, গত সপ্তাহে এই অভিযান চালানো হয়েছে। বহু হামাস যোদ্ধা দক্ষিণ গাজার টানেলগুলোতে লুকিয়ে রয়েছেন।

এর পূর্বে শনিবার ইসরাইলি বাহিনী জানায়, তারা টানেলে হতে বেরিয়ে আসা চারজনকে হত্যা করে।

গত ৪০ দিন যাবত ইসরাইলি সেনাবাহিনী পূর্ব রাফাহের চারপাশে তাদের অভিযান কেন্দ্রীভূত করে আসছে। সেনাবাহিনী একটি বিবৃতিতে জানায়, ‘এ অঞ্চলে থাকা ভূগর্ভস্থ টানেরের রুটগুলো ধ্বংস করা ও সেখানে লুকিয়ে থাকা সন্ত্রাসীদের নির্মূল করাই আমাদের প্রধান লক্ষ্য।’

তারা আরও জানায়, গত সপ্তাহে ৪০ জনেরও অধিক হামাস সদস্যকে হত্যা করা হয়। এছাড়া হামাসের বেশ কিছু অবকাঠামো ভেঙে ফেলা হয়।

বৃহস্পতিবার বহু সূত্র বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছে, দক্ষিণ গাজার টানেল নেটওয়ার্কে লুকিয়ে থাকা হামাস যোদ্ধাদের বিষয়ে আলোচনা চলমান রয়েছে।

বুধবার, হামাস মধ্যস্থতাকারী দেশগুলোকে ইসরায়েলকে নিরাপদ পথের অনুমতি দেয়ার জন্য চাপ দেয়ার আহ্বান জানায় - এ প্রথমবারের মতো হামাস প্রকাশ্যে পরিস্থিতি স্বীকার করে নিয়েছে।

স্বাধীনতার বার্তা / মেবি

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর