সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ

ভারতের তামিলনাড়ুর তেনকাশি জেলাতে গতকাল সোমবার দুইটি প্রাইভেট বাসের মুখোমুখি সংঘর্ষের ফলে ছয়জন নিহত ও ২৮ জন আহত হয়েছে।

মদুরাই হতে সেনকোত্তাই যাওয়া একটি প্রাইভেট বাস ও তেনকাশি হতে কোভিলপট্টি যাচ্ছিল এমন আরেকটি বাসের মাঝে মুখোমুখি সংঘর্ষ হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ ও ফায়ারফাইটাররা উদ্ধার অভিযান শুরু করে দেয়।

স্থানীয় পুলিশের এক সিনিয়র কর্মকর্তা বলেন, প্রাথমিক তদন্তে দেখা যায় কেসার বাসটি মদুরাই হতে সেনকোত্তাই যাচ্ছিল ও সেটি অসতর্কভাবে ও দ্রুতগতি করে চলছিল। তিনি বলেছেন, “তদন্তকারীরা ধারণা করছেন, কেসার বাস চালকের দ্রুতগতি ও উদাসীন ড্রাইভিং এ দুর্ঘটনার জন্য দায়ী।”

আহত ২৮ জন যাত্রীকে নিকট হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, কিছু আহতের অবস্থা বেশ গুরুতর ও মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে।

তামিলনাড়ু মুখ্যমন্ত্রী এমকে স্টালিন নিহতদের প্রতি সমবেদনা জানান ও জেলা কালেক্টরকে আহত সকলের উচ্চমানের চিকিৎসা নিশ্চিত করার নির্দেশ দেন।

স্বাধীনতার বার্তা / মেবি

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর