তালেবান মন্ত্রীর প্রথম ভারত সফর
আফগানিস্তানের তালেবান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির উপর হতে সাময়িক ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কমিটি। যার ফলে আগামী ৯ হতে ১৬ই অক্টোবরের মাঝে প্রথমবারের মতো ভারত সফর করার কথা রয়েছে তার।
যদি এই সফর পরিকল্পনা ঠিক থাকে তাহলে এটিই হবে ২০২১ সালে ক্ষমতা দখলের পরে তালেবান-নিয়ন্ত্রিত আফগান প্রশাসনের জ্যেষ্ঠ নেতার প্রথম ভারত সফর। এজন্য তালেবান পররাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুতি নিয়েছে নয়াদিল্লি। তালেবানের অন্য সদস্যদের সাথে আমির খান মুত্তাকিও জাতিসংঘ আরোপিত ভ্রমণ নিষেধাজ্ঞা ও সম্পদ জব্দের আওতায় রয়েছেন। তবে কূটনৈতিক কারণে মাঝে মাঝে এ নিষেধাজ্ঞায় সাময়িক ছাড় দেওয়া হয়ে থাকে বলে জানা যায়।আফগান তালেবানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-মুখপাত্র জিয়া আহমেদ তাকাল বলেছেন, মুত্তাকির সফরে দ্বিপক্ষীয় সহযোগিতা, বাণিজ্য বিনিময়, শুকনো ফলের রপ্তানি, স্বাস্থ্য খাতে সুযোগ-সুবিধা, কনস্যুলার পরিষেবা ও বিভিন্ন বন্দরের বিষয়ে আলোচনা করা হবে। কিন্ত মুত্তাকি নয়াদিল্লি সফরের পূর্বে রাশিয়া ভ্রমণ করবেন বলে জানিয়েছে উভয় দেশের গণমাধ্যম। সেখানে রাশিয়া, চীন, ইরান, পাকিস্তান, ভারত ও মধ্য এশিয়ার দেশগুলোর প্রতিনিধিদের সাথে আফগানিস্তানের পরিস্থিতি নিয়ে আলোচনা করার কথা রয়েছে তার।
