প্রায় ২ শতাধিক খাদ্যপণ্যের উপর হতে শুল্ক প্রত্যাহার করলো ট্রাম্প
কফি, কলা, টমেটো ও গরুর মাংসসহ প্রায় দুই শতাধিক খাদ্যপণ্যের উপর হতে শুল্ক প্রত্যাহার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রে খাদ্যপণ্যের ক্রমবর্ধমান দামের জন্য তার প্রশাসনের উপর চাপ বাড়তে থাকার কারণে এমন সিদ্ধান্ত নিলেন তিনি। এই বিষয়ে একটি নির্বাহী আদেশে সই করেছেন ট্রাম্প।
শুল্ক ছাড়ের এই তালিকাতে অ্যাভোকাডো ও টমেটো হতে শুরু করে নারিকেল ও আম পর্যন্ত প্রায় দুই শতাধিক পণ্য অন্তর্ভুক্ত আছে। শুক্রবার ট্রাম্প প্রশাসন জানিয়েছে এ পণ্যগুলো যুক্তরাষ্ট্রে পর্যাপ্ত পরিমাণে উৎপাদন হয় না।
শুক্রবার (১৪ নভেম্বর) সাংবাদিকদের ট্রাম্প বলেছেন, ‘আমরা কিছু খাবারের উপর শুল্ক প্রত্যাহার করেছি, যেমন কফি, যেখানে কফির দাম কিছুটা বাড়তি ছিল।’
হোয়াইট হাউজ জানায়, খাদ্যপণ্যের উপর ট্রাম্প প্রশাসনের নতুন শুল্ক ছাড় ১৩ নভেম্বর বৃহস্পতিবার মধ্যরাত হতে পূর্ববর্তী পদক্ষেপ হিসেবে কার্যকর হয়।
মুদি পণ্য ও গরুর মাংসের ঊর্ধ্বমুখী দাম ট্রাম্পের জন্য একটি বেশ জটিল রাজনৈতিক সমস্যা হয়ে দাঁড়িয়েছে। গত সপ্তাহে, তিনি মাংস-প্যাকিং শিল্পে তদন্তের আহ্বান জানায় ও কোম্পানিগুলোর বিরুদ্ধে ‘অবৈধ যোগসাজশ, মূল্য নির্ধারণ ও মূল্য কারসাজির’ অভিযোগ করেন।
স্বাধীনতার বার্তা / মেবি
