সুইজারল্যান্ডে নিউ ইয়ার পার্টিতে ভয়াবহ বিস্ফোরণ
সুইজারল্যান্ডের ক্র্যানস-মন্টানা শহরে নিউ ইয়ার উদযাপনের সময় ভয়াবহ বিস্ফোরণ ও আগুনের ঘটনা ঘটে। স্থানীয় সময় রাত ১টার পরে লাক্সারি কনস্টেলেশন বার-এ এ বিস্ফোরণ ঘটেছে। এতে করে একাধিক নিহতের খবর শোনা গেছে।
সঙ্গে সঙ্গে বড় অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়েছে। বহু মানুষ আতঙ্কের মাঝে পড়ে গেছে।
পুলিশ জানায়, বিস্ফোরণে একাধিক ব্যক্তি নিহত হয়েছে ও অনেকের আহত হওয়ার খবর পাওয়া যায়। শেষ পর্যন্ত কতজন মারা গেছে অথবা আহত হয়েছে, সেটি এখনো নিশ্চিত করা হয়নি।
উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে আসে ও আহতদের সাহায্য করেছে।
স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশিত একটি ছবিতে দেখা যায় যে আগুন দাউ দাউ করে জ্বলছে। ফায়ার সার্ভিস এর কর্মীরা ব্যস্ত উদ্ধারকাজে।
ক্র্যানস-মন্টানা সুইজারল্যান্ডের একটি গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র। এ দুর্ঘটনাতে গোটা এলাকাতে শোক ও হতাশার ছায়া নেমে এসেছে। পুলিশ জানায়, হতাহতের পরিবারগুলোকে সহায়তা করার জন্য হেল্পলাইন খোলা হয়েছে।
স্বাধীনতার বার্তা / মেবি
