সুইডেনে ইসরাইলি বিরোধী বিক্ষোভ
সুইডেনের স্টকহোমে ইসরাইলি বিরোধী বিক্ষোভ করেছে শত শত মানুষ। অধিকৃত পশ্চিম তীরকে ইসরাইলের সাথে সংযুক্ত করার পরিকল্পনা ও যুদ্ধবিরতি চুক্তি মেনে চলার বিষয়ে ব্যর্থ হওয়ার জন্য তেলআবিবের নিন্দা জানান বিক্ষোভকারীরা।
বিক্ষোভকারীরা ‘ফিলিস্তিনকে মুক্ত করো’, ‘খুনি ইসরাইল, ফিলিস্তিন হতে বেরিয়ে যাও’ ও ‘পশ্চিম তীরের অধিগ্রহণ না’ এইসব স্লোগান দিয়েছে।
মালিন আকেরস্ট্রম নামের একজন বিক্ষোভকারী বলেছেন, শীতের জন্য গাজাতে মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায়কে এই বিষয়ে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
এইদিকে ১০০ জনেরও অধিক সুইডিশ আইনপ্রণেতা পশ্চিম তীরে ইসরাইলের সহিংসতা বন্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
স্বাধীনতার বার্তা / মেবি
