সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের হরিপুর জেলার তারবেলাতে এক বিশাল স্বর্ণের মজুদ আবিষ্কৃত হয়েছে।

মঙ্গলবার (৪ নভেম্বর) পাকিস্তানের গণমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউন একটি প্রতিবেদনে এই তথ্য জানায়।

গতকাল করাচি প্রেস ক্লাবে আয়োজিত হওয়া একটি অনুষ্ঠানে এয়ার করাচির চেয়ারম্যান ও ফেডারেশন অব পাকিস্তান চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফপিসিসিআই) প্রাক্তন সিনিয়র সহ-সভাপতি হানিফ গোহর বলেন, আবিষ্কৃত সোনার দাম কমপক্ষে ৬৩৬ বিলিয়ন ডলার।

তিনি বলেছেন, স্বর্ণের এ মজুদ পাকিস্তানের বৈদেশিক সকল ঋণ পরিশোধের জন্য যথেষ্ট। এই বিষয়টি ইতোমধ্যেই স্পেশাল ইনভেস্টমেন্ট ফ্যাসিলিটেশন কাউন্সিল (এসআইএফসি) ও স্টেট ব্যাংক অব পাকিস্তানের (এসবিপি) নজরে আনা হয়। গোহর আরও জানিয়েছে, অস্ট্রেলিয়া ও কানাডার খনন কোম্পানির সাথে যোগাযোগ চলমান আছে ও প্রধানমন্ত্রীর অনুমোদন মিললেই সকল স্বর্ণ উত্তোলনের কাজ শুরু করে দেয়া হবে।

স্বাধীনতার বার্তা / মেবি

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর