ভেনেজুয়েলাতে স্বর্ণের খনি ধস
ভেনেজুয়েলার দক্ষিণাঞ্চলীয় এল ক্যালাও এলাকায় ভারী বৃষ্টিপাতের ফলে স্বর্ণের খনি ধসে অন্তত ১৪ জন নিহত হয়েছেন। সোমবার জরুরি বিভাগের এক কর্মকর্তা এইকথা জানান।
ন্যাশনাল রিস্ক সিস্টেম জানিয়েছে, উদ্ধারকাজ চলমান ও তিনটি আলাদা শ্যাফট (খনির গহ্বর) হতে লাশ উদ্ধার করা হয়েছে।
প্রথম পর্যায়ে খনির ভেতরে যারা আটকা পড়েছেন, তাদের নিকটে পৌঁছানোর জন্য খাদ হতে পানি পাম্প করে বের করে নেয়া হচ্ছে। সামাজিকমাধ্যমে দেয়া এক পোস্টে কর্তৃপক্ষ জানায়, ‘উদ্ধার কাজের প্রথম পর্যায়ে পানির স্তর কমানোর জন্য সেক্টরের সকল খাদের পানি পাম্প করে বের করা হবে ও পরে উদ্ধার কাজ চালানো হবে।’
এল ক্যালাও শহরের অন্তত ৩০ হাজার বাসিন্দা স্বর্ণের খনির উপর ব্যাপকভাবে নির্ভরশীল। বাসিন্দাদের মাঝে বেশিরভাগই প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে এই শিল্পের সাথে জড়িত।
ভেনেজুয়েলার খনি শিল্প, যার মাঝে স্বর্ণ, তামা ও হীরা আছে। এসব খনি অনিরাপদ কর্মপরিবেশ ও দুর্বল নিয়ন্ত্রণের কারণে বেশ সমালোচিত।
স্বাধীনতার বার্তা / মেবি
