সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ ভিডিওচিত্র ২

ভারতীয় পণ্যে যুক্তরাষ্ট্র অতিরিক্ত ট্যাক্স ধার্য করায় দু’দেশের সম্পর্কে টানাপোড়েনের সৃষ্টি হয়। পরবর্তীতে যুক্তরাষ্ট্র কর্মী ভিসা ফি বাড়ানোয় আরো বিপাকে পড়েছে ভারত। এমন পরিস্থিতিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর নিউইয়র্কে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সাথে বৈঠক করতে যাচ্ছেন ।

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে এই পর্যায়ের বৈঠক হবে বলে জানানো হয়। গত জুলাইয়ের শুরুতে রুবিও ও জয়শঙ্করের সবশেষ বৈঠক হয়েছিল । মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ধার্য করা শুল্ক নিয়ে ভারত ও যুক্তরাষ্ট্রের সম্পর্কের চিড় ধরার পর, এটাই হবে এই দুই নেতার মধ্যে প্রথম মুখোমুখি বৈঠক।

ভারতের ওপর ট্রাম্প প্রশাসন ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছে। দুই দেশ তাদের মধ্যে মতপার্থক্য দূর এবং সম্পর্কের টানাপোড়ন কাটিয়ে ওঠার চেষ্টা করছে।

এই পরিস্থিতিতে ভারতের বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গয়াল সোমবার হতে যুক্তরাষ্ট্রে বাণিজ্য আলোচনা শুরু করছেন ।

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর