সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ

ইসরাইলের দখলকৃত রাফাহ এলাকাতে অবস্থান করা সকল হামাস যোদ্ধাদের নিরাপদে সরিয়ে নিতে নতুন শর্ত দিয়েছে মিশরের মধ্যস্থতাকারীরা। শর্ত অনুসারে হামাস অস্ত্র সমর্পণ করলে প্রায় দুই শতাধিক হামাস যোদ্ধাকে নিরাপদে অন্য এলাকাতে যাওয়ার সুযোগ দেওয়া হবে। সূত্রের বরাত দিয়ে একটি প্রতিবেদনে এইকথা জানিয়েছেন বার্তা সংস্থা রয়টার্স।

এই প্রতিবেদনে বলা হয়েছে, মিশরীয় মধ্যস্থতাকারীরা প্রস্তাব দিয়েছে, রাফাহ এলাকাতে অবস্থান থাকা হামাস যোদ্ধাদের মিশরের নিকট অস্ত্র সমর্পণ করতে হবে ও গাজার সুড়ঙ্গের বিবরণ দিতে হবে, যাতে করে সেগুলো ধ্বংস করা যায়। তার বিনিময়ে তারা নিরাপদে সরে যেতে পারবেন বলে বলা হয়।

১০ অক্টোবর গাজাতে মার্কিন মধ্যস্থতাতে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। কিন্ত যুদ্ধবিরতি সত্ত্বেও গাজাতে হামলা চালিয়েই যাচ্ছে ইসরাইল।

মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ জানিয়েছে, রাফাহতে আটকে থাকা যোদ্ধাদের নিয়ে এ সমন্বয় বাস্তবায়িত হলে সেটি পুরো গাজাতে হামাসের সামরিক শক্তি নিরস্ত্রীকরণের বৃহত্তর প্রক্রিয়ার জন্য একটি নমুনা অথবা মডেল হিসেবে কাজ করবে।

কিন্ত দুইটি সূত্র জানিয়েছে, ইসরাইল অথবা হামাস কোনো পক্ষই এখনও প্রকাশ্যে এ প্রস্তাবে সম্মতি জানায়নি। কিন্ত আরেকটি সূত্র রয়টার্সকে নিশ্চিত করেছে যে এই বিষয়ে তাদের মাঝে আলোচনা চলমান আছে।

স্বাধীনতার বার্তা / মেবি

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর