যুক্তরাষ্ট্রে গেলেন সিরিয়ার প্রেসিডেন্ট শারা
সরকারি সফরে যুক্তরাষ্ট্রে গেলেন সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা। সোমবার (১০ নভেম্বর) হোয়াইট হাউজে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে তার বৈঠক করার কথা আছে। আইএসআইএল অথবা আইসিসের বিরুদ্ধে মার্কিন নেতৃত্বাধীন আন্তর্জাতিক জোটে দামেস্ককে সংযুক্ত করতে চাইছে যুক্তরাষ্ট্র।
সিরিয়াতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত টম ব্যারাক এ মাসের শুরুতে বলেছিল, আল-শারা খুব সম্ভবত আইএসআইএলের বিরুদ্ধে মার্কিন নেতৃত্বাধীন আন্তর্জাতিক জোটে যোগদানের উদ্দেশ্যে একটি বিশেষ চুক্তি স্বাক্ষর করবে।
বার্তা সংস্থা রয়টার্স ও এএফপি জানিয়েছে, সিরিয়া ও ইসরাইলের মাঝে একটি নিরাপত্তা চুক্তি কার্যকর করার জন্য ওয়াশিংটন দামেস্কের একটি বিমান ঘাঁটিতে সামরিক উপস্থিতি নিশ্চিত করার জন্য প্রস্তুতি নিচ্ছে।
তার পক্ষ হতে, আল-শারা সিরিয়ার জন্য তহবিল চাইবেন বলে ধারণা করা হচ্ছে। ১৩ বছরের গৃহযুদ্ধের পরে দেশ পুনর্গঠনের জন্য উল্লেখযোগ্য চ্যালেঞ্জের মুখোমুখি আল-শারা সরকার। বিশ্বব্যাংকের ধারণা হলো পুনর্নির্মাণে অন্তত ২১৬ বিলিয়ন ডলার খরচ হতে পারে।
এর পূর্বে শুক্রবার সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারাকে ‘সন্ত্রাসী’ তালিকা হতে বাদ দেয় যুক্তরাষ্ট্র।
বিগত মে মাসে সৌদি আরবে অনুষ্ঠিত এক শীর্ষ সম্মেলনে ট্রাম্প প্রথমবারের মতো আল-শারার সাথে বৈঠক করেন। এই বৈঠকে তিনি আসাদ শাসনামলে সিরিয়ার উপর আরোপিত কিছু মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন।
গত বৃহস্পতিবার সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারার উপর হতে নিষেধাজ্ঞা তুলে নেয় জাতিসংঘ।
স্বাধীনতার বার্তা / মেবি
