সিরিয়ার প্রেসিডেন্টের উপর হতে নিষেধাজ্ঞা তুলে নিলো জাতিসংঘ
সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারার উপর হতে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে জাতিসংঘ। এর পাশাপাশি দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আনাস খাত্তাবের উপর হতেও নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৬ নভেম্বর) জাতিসংঘের নিরাপত্তা পরিষদে তাদেরকে নিষেধাজ্ঞার তালিকা হতে বাদ দিতে একটি খসড়া প্রস্তাব গৃহীত হয়ে গেছে।
মার্কিন যুক্তরাষ্ট্রের এই খসড়া প্রস্তাবটিতে ১৫ সদস্যবিশিষ্ট নিরাপত্তা পরিষদের ১৪ সদস্য এটির পক্ষে ভোট দেয় ও চীন এই ভোটদান হতে বিরত ছিল।
সিরিয়ার উপর হতে নিষেধাজ্ঞা তুলে নিতে চাপ দিয়ে আসছিল যুক্তরাষ্ট্র।
জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক ওয়াল্টজ এ প্রস্তাবকে স্বাগত জানায়। তিনি বলেছেন, ‘এ প্রস্তাব গৃহীত হওয়ার ফলে নিরাপত্তা পরিষদ একটি শক্তিশালী রাজনৈতিক বার্তা দিতে যাচ্ছে, আর সেটি হলো সিরিয়া একটি নতুন যুগে প্রবেশ করেছে।’
শারার নেতৃত্বে তার সংগঠন হায়াত তাহরির আল-শাম গত বছর ডিসেম্বরে সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে ক্ষমতাচ্যুত করেছে। এরপরে আহমেদ আল-শারা দেশটির প্রেসিডেন্ট হয়েছেন।
স্বাধীনতার বার্তা / মেবি
