সিরিয়ায় অনুষ্ঠিত হলো পার্লামেন্ট নির্বাচন
বাশার আল-আসাদের পতনের পরে সিরিয়ায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো পার্লামেন্ট নির্বাচন। কিন্ত সংসদ সদস্যরা সরাসরি ভোটে নির্বাচিত হবেন না। এর পরিবর্তে, সারাদেশের ইলেক্টরাল কলেজে ২১০ আসনের দুই-তৃতীয়াংশের কারণে প্রতিনিধি নির্বাচন করবে। প্রেসিডেন্ট আহমেদ আল-শারা অবশিষ্টদের নিয়োগ করবেন।
দীর্ঘ ১৩ বছরের গৃহযুদ্ধের পরে ১০ মাস পূর্বে ক্ষমতাচ্যুত হন বাশার আল আসাদ। এরপরে ক্ষমতায় বসেন আহমেদ আল-শারা।
এইদিকে, স্থানীয় কর্তৃপক্ষ ও দামেস্কের কেন্দ্রীয় সরকারের মাঝে উত্তেজনার জন্য দ্রুজ-সংখ্যাগরিষ্ঠ প্রদেশ সুওয়াইদা ও কুর্দি-নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস দ্বারা নিয়ন্ত্রিত উত্তর-পূর্বাঞ্চলীয় অঞ্চলে নির্বাচন অনির্দিষ্টকালের জন্য বন্ধ করা হয়েছে।
রাস্তায় অবস্থান করা মানুষ মনে করেন যে আসাদ পরিবারের অন্তত ছয় দশকের শাসনের পরে এটিই প্রথম সুযোগ যে তারা কোনো নির্বাচনের আসল স্বাদ পাচ্ছেন।’