সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ ভিডিওচিত্র ২

স্বামী চৈতন্যানন্দের বিরুদ্ধে রয়েছে অসংখ্য অভিযোগ। ছাত্রীদের অশালীন ভাষায় আপত্তিকর মেসেজ দেওয়া, রাতের বেলা নিজের ঘরে ডেকে পাঠানো, জোরপূর্বক শারীরিক সম্পর্ক করা, বিদেশ ভ্রমণের লোভ দেখানোসহ আরো নানা অভিযোগ রয়েছে।

অবশেষে গ্রেফতার করা হলো আত্মঘোষিত গডম্যান স্বামী চৈতন্যানন্দ সরস্বতী। তাঁকে আগ্রা হতে গ্রেফতার করা হয়েছে। এই ব্যক্তির বিরুদ্ধে প্রায় ১৭ জন মহিলাকে যৌন অবমাননা করার অভিযোগ রয়েছে। দিল্লির বিশিষ্ট স্থান বসন্ত কুঞ্জে একটি বেসরকারি ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান রয়েছে। শ্রী সারদা ইন্সটিটিউট অফ ইন্ডিয়ান ম্যানেজমেন্টে রয়েছে ছাত্রীদের থাকার ব্যবস্থা। এটি একপ্রকারের আশ্রম। তারই ডিরেক্টর পদে ছিলেন স্বামী চৈতন্যানন্দ সরস্বতী। এ প্রতিষ্ঠানের প্রধান ছিলেন তিনি। তাঁর বিরুদ্ধেই উঠে এসেছে একের পর এক ঘৃণ্য অভিযোগ। বেশ কিছুদিন ধরেই নিখোঁজ ছিলেন তিনি। গ্রেফতারি এড়াতে তিনি ছদ্মবেশে ঘুরছেন বলে জানা গিয়েছিল। এমনকি ধরা পড়ে যাওয়ার আশঙ্কায় মোবাইল বা অন্য কোনও ইলেকট্রনিক গ্যাজেটও ব্যবহার করছিলেন না তিনি। কিন্ত শেষ রক্ষা আর হলো না ,অবশেষে পুলিশের জালে ধরা পড়েছেন।

রবিবার ভোর সাড়ে তিনটের তাঁকে দিকে গ্রেফতার করা হয়েছে। তিনি স্বামী পার্থ সারথি নামেও বেশ পরিচিত। আগ্রার তাজ গঞ্জের একটি হোটেল হতে তাকে গ্রেফতার করা হয়েছে। প্রায় ৫০ দিন ধরে পলাতক ছিলেন দিল্লির এই ব্যক্তি।

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর