অনির্দিষ্টকালের জন্য শাটডাউনে যুক্তরাষ্ট্র
বাজেট নিয়ে বিরোধের জন্য অনির্দিষ্টকালের জন্য শাটডাউনের কবলে পড়েছে ডেনাল্ড ট্রাম্প প্রশাসন। বুধবার প্রথম প্রহর হতেই অচল হয়ে পেড়েছে ট্রাম্প প্রশাসন।
এক প্রতিবেদনে বলা হয়, সরকারি তহবিলের মেয়াদ শেষ হওয়ার পূর্বে বাজেটের অস্থায়ী বিল পাস করতে ব্যর্থ হয়েছে মার্কিন সিনেট। ২০১৮ সালের পরে পুনরায় এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে যুক্তরাষ্ট্রে।
কংগ্রেসের বাজেট নিয়ে দুই প্রধান রাজনৈতিক দল- রিপাবলিকান ও ডেমোক্রেটদের দ্বন্দ্বকে দায়ী করা হয় বলে জানা যায়। মঙ্গলবার ডেমোক্রেট সমর্থিত সরকারি ব্যয় বৃদ্ধির প্রস্তাবে ৬০ ভোটের প্রয়োজন থাকলেও ৪৭–৫৩ ভোটে প্রত্যাখ্যাত হয় এই বিলটি।
অপ্রয়োজনীয় কর্মসূচি বন্ধ করার কারণে সরকারি খরচ কাটছাঁট করতে হবে। একারণে বহু মানুষকে চাকরিচ্যুত করা হতে পারে বলে ধারণা করা যায়। বন্ধ হয়ে যাবে সকল জরুরি গুরুত্বপূর্ণ সরকারি সেবা।
প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে দীর্ঘতম ৩৫ দিনের শাটডাউন চলমান।