শপিংমলের ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫০ জন নিহত ইরাকের
ইরাকের আল-কুত শহরের একটি শপিংমলে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৫০ জন নিহত হয়েছে বলে জানিয়েছে, আজ দেশটির সরকারি বার্তা সংস্থা-আইএনএ।
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, পাঁচতলা একটি ভবন সম্পূর্ণভাবে আগুনে পুড়ে যাচ্ছে এবং ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন।
আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে প্রাথমিক তদন্তের ফলাফল ৪৮ ঘণ্টার মধ্যে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন গভর্নর মোহাম্মদ আল- মিয়াহি