সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ

সমঝোতা চুক্তির আওতাতে জাতিসংঘের জলবায়ুবিষয়ক বৈশ্বিক সম্মেলন কনফারেন্স অব পার্টিজ বা কপ ৩১ সম্মেলন আগামী বছর অনুষ্ঠিত হবে তুরস্কে। এই সম্মেলনের প্রস্তুতি নিতে নানা দেশের সাথে আলোচনার নেতৃত্ব দেবে অস্ট্রেলিয়া।

ব্রাজিলে চলমান কপ ৩০ সম্মেলনে আলোচনার মাধ্যমে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ।

 

বার্ষিক কপ সম্মেলন হচ্ছে বিশ্বজুড়ে জলবায়ু কর্মপরিকল্পনা শীর্ষ প্ল্যাটফর্ম। ২০২২ সালে তুরস্ক ও অস্ট্রেলিয়া উভয় দেশই কপ ৩১ আয়োজনের জন্য কর্তৃপক্ষের নিকট আবেদন জমা দিয়েছিল। এর পূর্বে কোনো দেশই সম্মেলনের আয়োজক হওয়া হতে সরে দাঁড়াতে অস্বীকৃতি জানিয়ে আসছে।

 

বার্তা সংস্থা রয়টার্সের একটি প্রতিবেদনে বলা হয়েছে, সমঝোতার উপর ভিত্তিতে আগামী বছর সম্মেলনের সভাপতি তুরস্ক কপ ৩১ আয়োজন করবে। এর পূর্বে একটি প্রাক-সম্মেলন অনুষ্ঠিত হবে ও এই সম্মেলনের সভাপতিত্ব অস্ট্রেলিয়ার হাতে থাকবে বলে জানা যায়।

অস্ট্রেলিয়ার ব্রডকাস্টিং কর্পোরেশন রেডিওকে দেশটির প্রধানমন্ত্রী আলবানিজ বলেছেন, ‘আমরা যে সমাধানটি করেছি সেটি অস্ট্রেলিয়া ও তুরস্ক উভয় দেশের জন্যই বড় জয়।’

 

এইদিকে অস্ট্রেলিয়ার জলবায়ু পরিবর্তন ও জ্বালানিমন্ত্রী ক্রিস বোয়েন ব্রাজিলের বেলেমে সাংবাদিকদের বলেছেন, ‘আলোচনাতে এখনও কিছু ধাপ বাকি রয়েছে, কিন্তু এই সমঝোতা অস্ট্রেলিয়ার লক্ষ্য অর্জনে সহায়ক হবে।’

স্বাধীনতার বার্তা / মেবি

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর