অসুস্থ হয়ে গেলেন গাজামুখী নৌবহরে থাকা শহিদুল আলম
গাজামুখী ত্রাণবাহী নৌবহরে উপস্থিত থাকা বাংলাদেশের আলোকচিত্রী, শিক্ষাবিদ ও মানবাধিকারকর্মী শহিদুল আলম অসুস্থ অনুভব করছেন বলে জানান।
বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তার ফেসবুক আইডিতে দেওয়া একটি ভিডিওতে নিজের শারীরিক অবস্থা কিছুটা খারাপ হওয়ার কথা জানান।
ওই ভিডিওর ক্যাপশনে তিনি লেখেন, সাগর খুবই প্রবল এইমাত্র বমি হলো, এখন শুয়ে আছি।
ভিডিওতে তিনি আরও বলেন, বমি করার সাথে সাথেই সরাসরি সম্প্রচারে যাওয়াটা স্বাভাবিক নয়।এখন আমি মেঝেতে শুয়ে আছি, তাই আমি ক্যামেরাটাকে ঘুরিয়ে দিচ্ছি। দেখা যাক, এটা কোনো কাজ করে কি না। আশা করি এবার আপনারা সব স্পষ্ট দেখতে পাচ্ছেন।
জাহাজে অবস্থান করা একজন চিকিৎসক তার দেখাশোনা করছেন বলে জানিয়েছেন শহিদুল আলম। তিনি বলেছেন, আমার মনে হয় কেউ একজন আমার কম্পিউটার ও টেবিলে থাকা সব সরঞ্জাম গুছিয়ে রেখেছেন। সকল সরঞ্জাম মেঝেতে নামিয়ে রাখা হচ্ছে, যাতে করে সেগুলো পড়ে না যায়। সমুদ্র এখনো খুবই প্রবল। বাইরে আলো আছে। আশা করছি, আমরা অতিদ্রুত এপরিস্থিতি কাটিয়ে উঠব। আমি এখন ঠিক আছি। তবে এটা একটা ভিন্ন রকমের অভিজ্ঞতা তা বলতেই হবে।