গাজায় সেনা মোতায়েন করল যুক্তরাষ্ট্র
অবরুদ্ধ গাজায় ইসরায়েল ও হামাসের যুদ্ধবিরতি মানা হচ্ছে কি না তা পর্যবেক্ষণ ও নিশ্চিত করার জন্য সেখানে পাঠানো হচ্ছে ২০০ মার্কিন সেনা। বহুজাতিক সেনা জোটের সাথে তারা যোগ দিবে বলে জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা। বৃহস্পতিবার নাম কিছু কর্মকর্তারা বলেন, কোনো প্রকার সেনাকে গাজার ভিতরে প্রবেশ করতে হবে না। তারা সকলেই সীমান্ত রেখায় অবস্থান করবেন বলে জানান।
এই ২০০ জন সেনা টাস্কফোর্সের মূল অংশ হবে বলে জানা যায়। সেখানে মিশরের সশস্ত্র বাহিনী, কাতার, তুরস্ক ও সম্ভবত সংযুক্ত আরব আমিরাতের প্রতিনিধিরাও যুক্ত থাকবেন।
মিশরের পর্যটন শহর শারম আল শেখে চলমান আলোচনার তৃতীয় দিনে গত বুধবার যুদ্ধবিরতিতে সম্মতি প্রকাশ করেছে হামাস ও ইসরায়েল। এতে মধ্যস্থতাকারী হিসেবে আছে যুক্তরাষ্ট্র, কাতার, মিশর ও তুরস্ক। চুক্তি অনুসারে গাজায় যুদ্ধ বন্ধের পাশাপাশি বন্দি বিনিময় করবে এই দুই পক্ষ। ইতিমধ্যেই যুদ্ধবিরতি কার্যকর হয়েছে বলে জানা যায়। ইসরায়েলি সেনারাও ফিরতে আরম্ভ করেছে।
স্বাধীনতার বার্তা / মেবি
