সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ

এইবার রাশিয়াকে কঠোর হুঁশিয়ারি দিলেন বেলজিয়ামের প্রতিরক্ষামন্ত্রী থিও ফ্রাঙ্কেন। তিনি বলেন, রাশিয়া যদি ব্রাসেলসে ক্ষেপণাস্ত্র হামলা চালায়, তবে মস্কোকে মানচিত্র হতে মুছে ফেলা হবে। সোমবার বেলজিয়ামের এক সংবাদমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এই হুঁশিয়ারি দিয়েছেন।

এই সময় ন্যাটোর সম্মিলিত প্রতিরক্ষা প্রতিশ্রুতির উপর বেশ জোর দেন তিনি। তিনি বলেছেন, ইউরোপে যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে বিন্দুমাত্র সন্দেহ করার কোনো কারণ নেই। যুক্তরাষ্ট্র সবসময় নাটো মিত্রদের পাশে থাকবে।

তিনি বলেছেন, ‘ব্রাসেলসে ক্রুজ ক্ষেপণাস্ত্র? আপনি যেটাই সংজ্ঞা ব্যবহার করুন না কেন, এটি সম্পূর্ণ একটি অযৌক্তিক বিষয়। পুতিনও সেটি করবেন না।’

কিন্ত রাশিয়ার সামরিক সক্ষমতাকে কোনো রকম অবমূল্যায়ন করেননি তিনি।

তিনি বলেছেন, ‘রাশিয়া তাদের সামরিক সক্ষমতা অনেক বৃদ্ধি করেছে। তাদের যুদ্ধ অর্থনীতি ন্যাটোর সম্মিলিত গোলাবারুদের চাইতে চারগুণ অধিক গোলাবারুদ উৎপাদন করে। তার উপর ইউরোপের কোনো কেন্দ্রীয় কমান্ডও নেই।’

তিনি ইউক্রেন রাশিয়ার যুদ্ধের কথাও তুলেছেন। বলেছেন, ‘ রাশিয়া সম্পূর্ণ পশ্চিমের বিরুদ্ধে লড়াই করছে। ইউক্রেনীয়রা আমাদের অস্ত্র, গোলাবারুদ ও অর্থ দিয়ে লড়াই করছে। তা নাহলে, তারা অনেক পূর্বেই পরাজিত হতো।’

স্বাধীনতার বার্তা / মেবি

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর