সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ

ভার্জিনিয়ার ডেমোক্র্যাট নেতা হিসেবে ও মার্কিন যুক্তরাষ্ট্রের দীর্ঘমেয়াদি মুসলিম রাজ্য আইনপ্রণেতা স্যাম রসুল নির্বাচনে একটি বড় জয় পেয়েছেন। যদিও ইতোমধ্যেই গাজাতে ইসরাইলের এই হামলাকে গণহত্যা বলে নিন্দা করাতে দীর্ঘদিন যাবত ইহুদি-বিদ্বেষের অভিযুক্ত ছিলেন রসুল।

২০১৪ সাল হতে দায়িত্বে থাকা এই আমেরিকান-ফিলিস্তিনি রাজনীতিক ভার্জিনিয়ার রোয়ানোক অঞ্চলের প্রতিনিধি হিসেবে পুনর্নির্বাচিত হন। যেখানে শহরবাসী ডেমোক্র্যাটদের প্রতি আস্থা রাখলেও আশপাশের এলাকাতে বেশ গভীর প্রভাব ছিল রক্ষণশীলদের। ট্রাম্পের নীতির উপর বলতে গেলে এক ধরনের গণভোট হিসেবে দেখা এ নির্বাচনে রসুল পূর্বের নির্বাচনের তুলনাতে ৫ শতাংশ অধিক ভোট পেয়েছেন।

গার্ডিয়ানকে দেওয়া একটি সাক্ষাৎকারে রসুল বলেছেন, ‘ভার্জিনিয়ার বাইবেল বেল্টে একজন ফিলিস্তিনি মুসলিমের ৭০% ভোটে জয় প্রমাণ করে, গাজাতে গণহত্যার বিষয়ে সৎ ও সাহসী হওয়া কোনো রাজনৈতিক আত্মহত্যা নয় বরং এটি ন্যায়ের পক্ষে অবস্থান।’

রসুলের প্রতিদ্বন্দ্বী ছিলেন এক ইহুদি রিপাবলিকান প্রার্থী, যে নিজেকে ইসরাইলপন্থী বলে সর্বদা প্রচার করেন। তিনি রসুলের বিরুদ্ধে ঘৃণামূলক বক্তব্য ও ইহুদি-বিরোধিতার নানা অভিযোগ তোলেন, বিশেষ করে যখন রসুল গাজাতে ৭০,০০০-এরও অধিক ফিলিস্তিনির মৃত্যুকে “মানব ইতিহাসের সবচেয়ে ভয়াবহ নির্মূল” বলে আখ্যায়িত করেছিলেন।

বহু আক্রমণাত্মক প্রচারণা, মন্তব্য ও মিডিয়া চাপ থাকা সত্ত্বেও রসুলের জয় প্রমাণ করেছে যে আমেরিকার ভোটাররা এখন রাজনীতিকদের নিকট হতে ভণ্ডামি নয়, বরং সততা ও মানবতার পক্ষে অবস্থান প্রত্যাশা করছেন।

স্বাধীনতার বার্তা / মেবি

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর