লাতিন আমেরিকাতে রণতরী মোতায়েন করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র
লাতিন আমেরিকা অঞ্চলে বিমানবাহী রণতরী মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। এতে করে ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি আরও বাড়বে ও ভেনিজুয়েলার উৎখাতের সম্ভাব্য প্রচেষ্টা আরো জোরালো হবে বলে জানিয়েছে বিশ্লেষকদের।
গতকাল শুক্রবার মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের এক মুখপাত্র জানিয়েছেন, ইউএসএস জেরাল্ড ফোর্ড ও এর সাথে থাকা পাঁচটি ডেস্ট্রয়ার লাতিন আমেরিকা অঞ্চলে পাঠানোর নির্দেশ দিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ।
বিশ্লেষকরা বলেছেন, এই অঞ্চলে মাদক চোরাচালান প্রতিরোধের চাইতে সামরিক শক্তি প্রদর্শনই যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপের প্রধান লক্ষ্য।
যুক্তরাষ্ট্রের অন্তত ৬ হাজার নৌসেনা ও মেরিন সদস্য বর্তমানে লাতিন আমেরিকা অঞ্চলে আটটি যুদ্ধজাহাজে অবস্থান করছে বলে জানা যায়। এইবার এ বাহিনীতে যুক্ত হবে ইউএসএস জেরাল্ড ফোর্ড, পাঁচটি ডেস্ট্রয়ার ও অতিরিক্ত ৪ হাজার ৫০০ সামরিক সদস্য।
স্বাধীনতার বার্তা / মেবি
