সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ

ভারতের বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধীকে প্রাণহানির হুমকি দেয়া হয়েছে বলে অভিযোগ করেছে কংগ্রেস। এ ঘটনার ফলে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি দিয়েছে দলটি। টেলিভিশন অনুষ্ঠানে বিতর্ক চলার সময় রাহুল গান্ধীর বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য করেন কেরালা বিজেপির মুখপাত্র।

ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে দেয়া চিঠিতে বলা হয়েছে, সরকার যদি এই বিষয়ে ব্যবস্থা গ্রহণ করতে না পারে, তাহলে তা লোকসভায় বিরোধী দলনেতার বিরুদ্ধে হামলার ষড়যন্ত্র বলে বিবেচনা করা হবে।

কংগ্রেস আরও বলেছে, ‘এটি ভুলবশত বলা কোনো কথা নয় কিংবা অসাবধানতাপূর্ণ কোনো বক্তব্যও নয়। এটি লোকসভায় বিরোধীদলীয় নেতার জন্য ইচ্ছাকৃত ও ভয়াবহ প্রাণহানির হুমকি।’

কংগ্রেসের সাধারণ সম্পাদক বলেছেন, ‘ক্ষমতাসীন দলের মুখপাত্রের এ ধরনের বিষাক্ত শব্দ শুধু রাহুল গান্ধীর জীবনকেই বিপন্ন করে না; বরং সংবিধান, আইনের শাসন ও প্রতিটি নাগরিকের মৌলিক সুরক্ষা নিশ্চয়তাকেও দুর্বল করে দেয়।’

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর