সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ

রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ শুরু করলে ইউরোপীয়রা কোনো রকম সুবিধা করতে পারবে না বলে মন্তব্য করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সেই সঙ্গে, যুদ্ধ বাধলে ইউক্রেনে অভিযানের তুলনাতে কয়েকগুণ শক্তিমত্তা নিয়ে মাঠে নামবে মস্কো বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। 

গতকাল মঙ্গলবার (২ ডিসেম্বর) দ্য গার্ডিয়ানের একটি প্রতিবেদনে উঠে আসে এই তথ্য। 

পুতিনের দাবি, মস্কো সরাসরি লড়াই না করলেও, শান্তি প্রক্রিয়ার বিরোধী হচ্ছে ইউরোপীয়রা। মার্কিন প্রেসিডেন্টের উদ্যোগে বাধা দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। তিনি বলেছেন, ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবে ইচ্ছাকৃতভাবে অযৌক্তিক আবদার জুড়ে দিতে চেয়েছিলো ইউরোপীয়রা। যেটি রাশিয়ার নিকট গ্রহণযোগ্য না। 

তিনি আরো বলেছেন, শান্তির জন্য ইউরোপীয়দের কোনও রকম এজেন্ডা নেই। তারা সর্বদা যুদ্ধের পক্ষে। তারা এমন দাবি করে যেটি রাশিয়ার জন্য অগ্রহণযোগ্য। এরপরে আমাদের উপর দায় চাপানো তাদের প্রধান লক্ষ্য। আমরা ইউরোপের সঙ্গে লড়াইয়ের কোনো পরিকল্পনা করছি না। এই কথা আমি শতবার বলেছি। 

কিন্তু তারা যদি হঠাৎ করে যুদ্ধের সিদ্ধান্ত নেয় আর সেটি শুরু করে, তাহলে আমরাও প্রস্তুত আছি। আর সেটি নিশ্চয়ই ইউক্রেনের বিরুদ্ধে অভিযানের মতো ছোট পরিসরে হবে না। তখন কিন্তু আবার কোনো আলোচনার সুযোগও থাকবে না। 

স্বাধীনতার বার্তা / মেবি

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর