সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ ভিডিওচিত্র ২

ইস্তাম্বুল, তুরস্ক (স্থানীয় সময়): ইউক্রেন-রাশিয়া যুদ্ধবিরতি নিয়ে শুক্রবার তুরস্কের ইস্তাম্বুলে শুরু হওয়া শান্তি আলোচনায় উভয় দেশের প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ভলোদিমির জেলেনস্কি অংশ নিচ্ছেন না। ক্রেমলিন সূত্রে নিশ্চিত হওয়া গেছে, পুতিনের অনুপস্থিতির প্রতিবাদে জেলেনস্কিও বৈঠক বর্জন করেছেন। এ অবস্থায় দুই দেশের মধ্যকার এই আলোচনা "শীর্ষ পর্যায়ের" পরিবর্তে কর্মকর্তাদের মধ্যে সীমাবদ্ধ থাকবে বলে জানিয়েছে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়।

ক্রেমলিনের ঘোষণা: রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন ইস্তাম্বুলে সরাসরি অংশ নিচ্ছেন না। তাঁর পরিবর্তে রাশিয়ার প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন প্রেসিডেন্টের উপদেষ্টা ভ্লাদিমির মেডিনস্কি।

জেলেনস্কির প্রতিক্রিয়া: পুতিনের অনুপস্থিতিকে "অসম্মানজনক" আখ্যা দিয়ে জেলেনস্কি বলেন, "এটি কেবল ইউক্রেন নয়, তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান ও মার্কিন নেতৃত্বকেও অবমূল্যায়নের চেষ্টা।"

ট্রাম্পের মন্তব্য: যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, "পুতিনের সঙ্গে আমার সরাসরি বৈঠক ছাড়া শান্তি আলোচনা সফল হবে না।"

১. ত্রিপাক্ষিক বৈঠক:

  • প্রথম পর্ব: রাশিয়া-ইউক্রেন-তুরস্ক।

  • দ্বিতীয় পর্ব: যুক্তরাষ্ট্র-ইউক্রেন-তুরস্ক।

তুরস্কের কর্মকর্তারা উভয় সেশনে মধ্যস্থতাকারী হিসেবে উপস্থিত থাকবেন।

২. মার্কিন অবস্থান: যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের নেতা পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সতর্ক করেছেন, "আলোচনার ফলাফল নিয়ে আশাবাদী হওয়ার কারণ নেই।"

  • যুক্তরাজ্য: প্রধানমন্ত্রী কিয়ের স্টারমারের মতে, "শান্তি প্রক্রিয়া এড়িয়ে গেলে পুতিনকে এর মূল্য দিতে হবে।"

  • রাশিয়ার আশাবাদ: মেডিনস্কি জানিয়েছেন, "পূর্বশর্ত ছাড়াই আলোচনায় বসতে প্রস্তুত। ইউক্রেনের প্রতিনিধিরাও আসবেন বলে আশা করছি।"

  • মানবিক সংকট: ইউক্রেনে রাশিয়ার আক্রমণে এ পর্যন্ত ১ হাজারেরও বেশি বেসামরিক নাগরিক নিহত।

  • অধিকৃত অঞ্চল: রাশিয়া ইউক্রেনের প্রায় ২০% ভূমি (ডনবাস, খেরসনসহ) দখলে রেখেছে। জাতিসংঘের তথ্য অনুযায়ী, ১ কোটির বেশি ইউক্রেনীয় বাস্তুচ্যুত।

  • পুতিনের কৌশল: সরাসরি আলোচনা এড়িয়ে যুদ্ধক্ষেত্রে আধিপত্য ধরে রাখার চেষ্টা।

  • ইউক্রেনের চাপ: পশ্চিমা সহায়তা ধীরে ধীরে কমছে, অস্ত্র সরবরাহে বিলম্ব।

  • তুরস্কের ভূমিকা: এরদোয়ান আঞ্চলিক শক্তি হিসেবে নিজের মধ্যস্থতাকারী ভাবমূর্তি জোরদার করতে চাইছেন

ইস্তাম্বুল বৈঠকের ফলাফল যুদ্ধবিরতির দিকে কোনো স্পষ্ট সংকেত দেবে কিনা, তা এখনই অনুমান করা যাচ্ছে না। তবে কর্মকর্তা-স্তরের আলোচনা যদি ইতিবাচক হয়, তাহলে আগামী মাসে শীর্ষনেতাদের সরাসরি বৈঠকের সম্ভাবনা বাড়তে পারে।

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর